সল্টলেকের I-PAC অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) তল্লাশি ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ৪০ মিনিট ধরে অফিসে উপস্থিত থাকার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, অফিস থেকে গুরুত্বপূর্ণ নথি ও তথ্য বাজেয়াপ্ত করা হয়েছে।
মুখ্যমন্ত্রীর দাবি, তল্লাশির সময় নির্বাচনী পরিকল্পনা সংক্রান্ত কাগজপত্র, আর্থিক নথি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, ভোটার লিস্ট ও ডেটা, প্রার্থী সংক্রান্ত নথি, SIR-সংক্রান্ত কাগজ এবং বিভিন্ন নির্বাচনী পরামর্শমূলক ডকুমেন্ট নিয়ে যাওয়া হয়েছে। তাঁর অভিযোগ, ফরেনসিক টিম এই সমস্ত নথি সংগ্রহ করেছে।
ED-র অভিযানের সময় নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মমতার কথায়, ভোর থেকেই অভিযান শুরু হয় এবং সকাল ছ’টার মধ্যেই আধিকারিকরা অফিসে ঢুকে পড়েন। তিনি একে “অভূতপূর্ব ঘটনা” বলে আখ্যা দেন এবং বলেন, এভাবে একটি রেজিস্টার্ড রাজনৈতিক দলের অনুমোদিত অফিসে তল্লাশি চালানো অনুচিত।
কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে সরাসরি আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় রাজনৈতিক লড়াই হলে তা হওয়া উচিত গণতান্ত্রিকভাবে। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন থেকে শুরু করে তদন্তকারী সংস্থাগুলি বিজেপির ইঙ্গিতেই কাজ করছে। ভোটার তালিকা সংক্রান্ত বিষয়েও তিনি গুরুতর অভিযোগ তোলেন।
মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, I-PAC টিম তৃণমূল কংগ্রেসের অনুমোদিত অংশ, কোনও ব্যক্তিগত সংস্থা নয়। দল নিয়মিত কর দেয়, অডিট হয়—এই দাবি তুলে তিনি প্রশ্ন করেন, তাহলে কেন একতরফাভাবে এই ধরনের পদক্ষেপ?
এদিন তিনি জানান, I-PAC প্রধান প্রতীক জৈন সমস্ত বিষয় পরিষ্কার না করা পর্যন্ত তিনি সল্টলেকের অফিসেই থাকবেন। এর আগে প্রতীক জৈনের বাড়িতেও তিনি যান, যেখানে ED তল্লাশি চালাচ্ছে। সেখান থেকে একটি ফাইল, হার্ড ডিস্ক ও একটি মোবাইল নিয়ে বেরোতে দেখা যায় বলে জানান তিনি।
পুরো ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।
- Log in to post comments